সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:২৭
শ্রেষ্ঠ মানুষ কে?

ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ সে নয়, যার কাছে সম্পদ, বংশমর্যাদা বা ক্ষমতা আছে; বরং প্রকৃত শ্রেষ্ঠত্ব নিহিত রয়েছে আল্লাহর পথে আত্মত্যাগ এবং সংগ্রামের চেতনায়।

হাওজা নিউজ এজেন্সি: নবী করীম হযরত মুহাম্মাদ (সা.) ইরশাদ করেছেন,

خَیرُ النّاسِ رَجُلٌ حَبَسَ نفْسَهُ فی سبیلِ اللّهِ یُجاهِدُ أعْداءَهُ یَلتَمِسُ المَوتَ ، أوِ القَتلَ فی مَصافِّهِ.»

অর্থাৎ— “সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি, যে নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করে, তাঁর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করে এবং যুদ্ধক্ষেত্রে মৃত্যু বা শাহাদাত কামনা করে।”

[মুসতাদরাকুল ওয়াসা’য়েল, খণ্ড ১১, পৃষ্ঠা ১৭, হাদিস ১২৩১০]

এ হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ইসলামে সেরা মানুষের পরিচয় শক্তি, ক্ষমতা ও সম্পদের আধিক্যে নয়, বরং আল্লাহর পথে নিবেদিতপ্রাণ হয়ে সত্য ও ন্যায়ের জন্য লড়াই করার দৃঢ় মানসিকতায়। যারা এ চেতনায় জীবন উৎসর্গ করে, তারাই প্রকৃত অর্থে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha